১৬ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম রাজবাড়ী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক একেএম আজাদুর রহমানকে কলার ধরে টেনে মারধরের অভিযোগ উঠেছে একই কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোস্তফা কামালের বিরুদ্ধে। এ ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সরকারী কলেজের একাডেমিক ভবনের নিচতলায় দুই শিক্ষকের মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাজবাড়ী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম আজাদুর রহমান বলেন, দুপুরে পরীক্ষার ডিউটি চলাকালে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কুতুব উদ্দিনকে ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষক ধাক্কা দিয়ে ফেলেন। পরে কুতুব উদ্দিন অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নেন। অভিযোগ লিখে কম্পিউটারে প্রিন্ট করতে গেলে কলেজের সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও কলেজের...