দেশের অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থান ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অনেক দিক এখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন যে, বিভাগটিতে ছেলেদের জন্য কোনো কমন রুম না থাকায় তারা বিশ্রাম ও আলোচনার জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন। ল্যাবের প্রযুক্তিগত মানও ন্যূনতম পর্যায়ে সীমাবদ্ধ। শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন—ল্যাবে দক্ষ প্রশিক্ষক নিয়োগ দিয়ে বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ের কম্পিউটার কোর্স চালুর পাশাপাশি উচ্চগতির ওয়াই-ফাই সংযোগ নিশ্চিত করা জরুরি। তারা আরও চান, শিক্ষার্থীদের সুবিধার্থে ফটোকপি মেশিন স্থাপন এবং একটি ই-লাইব্রেরি গড়ে তোলা হোক, যেখানে সকল কোর্সের মেটেরিয়ালের সফট কপি সংরক্ষিত থাকবে। এছাড়া ৪০৩ ও ১০০৩ নম্বর শ্রেণিকক্ষের ছোট পরিসর, তৃতীয় ও চতুর্থ তলায় পানির ফিল্টারের অভাব এবং টয়লেটে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সামগ্রীর অনুপস্থিতিও শিক্ষার্থীদের দৈনন্দিন...