আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাতকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে আজকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করে আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়াও জানা যায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য,...