ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী সাবিকুন নাহার। এক লাইভ টক শোতে তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই ত্বহা তাঁকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। সাবিকুন নাহারের ভাষায়, “আবু ত্বহা মানসিকভাবে অসুস্থ— এটা উনি নিজেই স্বীকার করেছেন। কোনো কারণ ছাড়াই আমাকে মারধর করতেন। দু’দিন পরপর এমন ঘটত। আমি অসুস্থ হয়ে পড়লেও তিনি খোঁজ নিতেন না। বাসায় ভাঙচুর করতেন, তারও প্রমাণ আছে। কিন্তু অন্যদের সামনে সব অস্বীকার করেন।” তিনি আরও বলেন, “আমি না খেয়ে তাঁকে খাইয়েছি, তবুও তাঁর মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই। তাঁর গুমের সময় যেভাবে আমরা ছুটোছুটি করেছি, সে বিষয়েও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেননি। আমার সংসার শেষ হয়ে গেছে— তিনি এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীন।” এর আগে সোমবার নিজের ফেসবুক পোস্টে সাবিকুন নাহার...