কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার পাসের হার ৪৮.৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।এ বছর ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫০ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন এবং ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল আলম ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল বিবরণীতে বলা হয়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।তাদের মধ্যে পাস করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন। ৫০ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ পাসের হার ৪৮.৮৬। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার ৪২ হাজার ৫২ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন। ৫৭ হাজার ৫২৪...