চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আর সবচেয়ে কম পাস করেছে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড ফল প্রকাশ করেছে। এবার মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। তাদের মধ্যে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বিভিন্ন বোর্ডের ফলাফল তুলে ধরেন। বোর্ডভিত্তিক পাসের হার৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পা ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৬৪.৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে রয়েছে কুমিল্লা বোর্ড, যার পাসের...