জবি:“ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্নজয়ে অটল প্রাণ” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর উদযাপিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস। গৌরবের দুই দশক পেরিয়ে নতুন অভিযাত্রায় পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে এ দিনটি।বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানসূচি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের সূচনা করা হবে।এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি রায়সাহেব বাজার হয়ে ভিক্টোরিয়া পার্ক ঘুরে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হবে।সকাল...