রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট’স ক্রিটিক্যাল’-এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের প্রধান কার্যালয়ে উদযাপিত হলো ‘আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস ২০২৫’। মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস ও সামাজিক সংগঠন লাল সবুজ সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে ই-বর্জ্য ব্যবস্থাপনার জরুরি দিক ও এর পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘ই-বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি। ই-বর্জ্য মাটিতে মিশে গিয়ে দূষণ সৃষ্টি করে এবং পানির স্তরকে বিষাক্ত করে তোলে। এসব বিষাক্ত উপাদান মানুষের স্নায়ুতন্ত্র, কিডনি ও প্রজনন ক্ষমতার ওপর মারাত্মক প্রভাব ফেলে। শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ-বুদ্ধিবিকাশে বাধা, শ্বাসকষ্ট ও ত্বকের রোগ দেখা দিতে পারে।...