১৬ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত শিং জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস এবং পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে হাইকমিশনার আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কানাডার কারিগরি ও নীতিগত সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিশ্চিত...