১৬ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম শেরপুরে শিশির ভেজা ভোর ( সকাল) যেন দিচ্ছে শীতের আগমনী বার্তা! জেলায় ঋতু বৈচিত্র্যের কারণে ভোরে শীতের সঙ্গে দেখাও মিলছে ঘন কুয়াশার। গত কদিন বৃষ্টির পর বইছে শুরু করেছে হিমেল হাওয়া। সঙ্গে শুরু হয়েছে হালকা কুয়াশা। ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। প্রায় প্রতিদিনই ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশার। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। ভোর হতেই কুয়াশার দেখা, সকালের রোদে মিষ্টি ভাব, বার্তা দিয়ে যায়, প্রকৃতিতে শীত এলো বলে। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপরেই...