রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন জমে ওঠেছে। বেলা যত বাড়ছে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জটলাও ততটা বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় কিছুটা ঢিমেতালে ভোটগ্রহণ শুরু হলেও ১০টার পর থেকে বাড়তে থাকে ভিড়; ১১টার পর যেন ক্যাম্পাসে ফেরে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ভোট দিতে এসেছেন তারা ভোট শেষে হলে বা মেসে ফেরেননি। ক্যাম্পাসে থেকে গেছেন ভোটের উৎসব উপভোগ করার জন্য। ক্যাম্পাসের পরিবহন চত্বরে গিয়ে দেখা গেছে, সেখানে শত শত শিক্ষার্থী আড্ডায় মেতেছেন। কেন্দ্রগুলোর সামনেও দেখা গেছে, ভোটারদের দীর্ঘ সারি। শিক্ষার্থীদের কেউ কেউ ছবিও তোলেন। দুপুর সোয়া ১২টায় ক্যাম্পাসে কিছু তরুণকে দেখা যায়, গানের মিছিল নিয়ে ঘুরে বেড়াতে; তাদের মাঝে ছিলেন রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহসাংস্কৃতিক সম্পাদক প্রার্থী শাহরিয়ার...