ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের তুলনায় পাসের হার কমেছে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮২৬ হাজার জন। এবার ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। আর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল জানিয়েছেন বোর্ডের পরীক্ষা চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল্লাহ। এ বোর্ডের অধীনে চার জেলার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৫ দশমিক ৪৬ শতাংশ। শেরপুর জেলায় ৪৮ দশমিক ৬৯ শতাংশ, জামালপুরে ৪৭ দশমিক ৪১ শতাংশ ও নেত্রকোণায়...