জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতী আর নেই। বুধবার ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ভারতের একাধিক গণমাধ্যমে বলিউডের এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মধুমতী। বুধবার সকালেই নিজ বাসায় ঘুমের মধ্যে মৃত্যু হয় তার। বিকেলেই মুম্বাইয়ের বুওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হয় শেষকৃত্য। ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন মধুমতী। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল গভীর অনুরাগ। তিনি শিখেছিলেন ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরিসহ বিভিন্ন ধরণের শাস্ত্রীয় নৃত্য। চলচ্চিত্রে তাঁর অভিষেকও হয় নৃত্যশিল্পী হিসেবে। ১৯৫৭ সালে এক মারাঠি সিনেমার মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন তিনি। তবে পরবর্তীতে নিজের নাম পরিবর্তন করে পর্দায় ‘মধুমতী’ নামেই পরিচিতি পান। অভিনয় জীবনে তিনি ধর্মেন্দ্র, দিলীপ কুমার ও জিতেন্দ্রর মতো কিংবদন্তি তারকাদের সঙ্গে কাজ করেছেন।...