আন্দোলনকারীরা জানান, দাবি পূরণে সরকার সাড়া না দিলে আজই তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করবেন। আন্দোলনের প্রস্তুতি হিসেবে তারা ইতোমধ্যে ‘মার্চ টু যমুনা’ বাস্তবায়নের আয়োজন শুরু করেছেন। এর আগে বুধবার (১৫ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বাড়ি ভাতা ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় বলে জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব আবুল বাশার। তবে শিক্ষকরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, একে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে অভিহিত করেছেন। তারা জানিয়েছেন, ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না। গত সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এতে স্কুল–কলেজের ক্লাস কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রসঙ্গত, গত রোববার জাতীয়...