শেখ হাসিনার কারণে এক বছরের সন্তানকে ছেড়ে জেল খেটেছেন জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ বলেছেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের করণীয় কী হবে, আমরা কী করবো সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সভার আয়োজন। যারা আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন, সকলের প্রতিই কৃতজ্ঞতা।’ পলাশ বলেন, গত ১৭ বছর ফরিদপুরের রাজপথে কোনো আন্দোলন হয়েছে আর আমি আফজাল হোসেন খান পলাশ ছিলাম না, তা হয়নি। আমার বিরুদ্ধে ২৫টি মামলা দিয়েছে। এই খন্দকার মোশাররফ, মুরগি বাবর আমার বিরুদ্ধে হত্যা মামলাসহ সব ধরনের মামলা দিয়েছে। শেখ হাসিনার কারণে আমি আমার এক বছরের সন্তানকে ফেলে জেল খেটেছি। আমাকে তারা অনেক অফারই দিয়েছিল। কোটি কোটি টাকার টেন্ডারের লোভ দেখিয়েছে। কিন্তু কেউ বলতে পারবে না, আমি কোনো ধরনের টেন্ডারবাজিতে জড়িত থেকেছি। কোনো প্রলোভনে...