জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মন্দির স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলসহ অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের দাবি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ে মন্দির স্থাপন করা হোক অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কল্যাণ চন্দ্র রায় বলেন, 'বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগের অধিকার রাখে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আসন্ন কালীপূজা পালন করতে চাইলেও প্রশাসন এখনো অনুমতি দেয়নি, যা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ে কোনো মন্দির বা উপাসনালয় না থাকা ধর্মীয় বৈচিত্র্যের অভাব নির্দেশ করে। তাই আমাদের দাবি, কালীপূজার অনুমতি দেওয়া হোক এবং সনাতন শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী...