বলিউড হারালো তার আরেক কিংবদন্তিকে। বরেণ্য অভিনেত্রী এবং জনপ্রিয় নৃত্যশিল্পী মধুমতী গতকাল বুধবার (১৫ অক্টোবর) ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। পিঙ্কভিলা এবং হিন্দুস্তান টাইমস এই খবর নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুসারে, মধুমতী গতকাল ঘুমের মধ্যেই মারা যান। এদিন বিকেলে বুওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মধুমতীর প্রয়াণের খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলার মতো তারকারা শোক প্রকাশ করেছেন। অভিনয় ও নৃত্য প্রশিক্ষক হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল, ফলে তার অসংখ্য ছাত্রছাত্রীরাও শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। ক্যারিয়ার জীবনে তিনি ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার ও জিতেন্দ্রর মতো স্বর্ণযুগের তারকাদের সঙ্গে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তার নৃত্যশৈলীর জন্যও ছিল বিপুল খ্যাতি।...