চট্টগ্রাম:চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৮১টি কলেজ থেকে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাঁচটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থীর মধ্যে কেউ পাস করতে পারেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়। নগরের চান্দগাঁও এলাকার মেরন সান কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।দু’জনের কেউ পাস করেনি। মেরিট বাংলাদেশ কলেজ থেকে শুধুমাত্র একজন পরীক্ষা দিয়েছে। তিনি অকৃতকার্য হয়েছে। পাহাড়তলী এলাকার সরাইপারা সিটি করপোরেশন কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়। তারা কেউ পাস করেনি। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়েছে। সে অকৃতকার্য হয়েছে। এ ছাড়া নগরের পাঁচলাইশ এলাকার চট্টগ্রাম জেলা কলেজ থেকে দুইজন পরীক্ষায়...