চট্টগ্রাম:মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সম্প্রতি ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে ৩১ দফা প্রচার কমিটির আয়োজনে সবার আগে বাংলাদেশ ও ৩১ দফা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনও ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। বিএনপি এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে।আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতা-কর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না। নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। ‘প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে...