ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি। তবে দীর্ঘ দিন পর হঠাৎ করেই নিজের ফেসবুক পোস্টে সাবেক স্বামী রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এ আলোচিত অভিনেত্রী। সামাজিকমাধ্যমে ছবি পোস্টের ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন— ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। তবে ভক্ত-অনুরাগীরা ভাবছেন, ব্যক্তিগত জীবনের অবসান ঘটিয়েছেন মাহিয়া মাহি। ব্যক্তিগত জীবনের এই পটপরিবর্তনের ঠিক পরপরই ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন অভিনেত্রী। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। মাহিয়া মাহি বলেছেন, এ সিনেমাটি তার সুপারহিট সিনেমা 'অগ্নি-২'-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই 'অগ্নি' নয়। তিনি বলেন, 'অগ্নি' ছিল শুধু প্রতিশোধের গল্প। আর 'অন্তর্যামী' হলো একটি 'সারভাইভাল স্টোরি' বা জীবন সংগ্রামে টিকে...