আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় নির্বাচনী মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। বিএনপি থেকে অন্তত অর্ধ-ডজন নেতা মনোনয়ন প্রত্যাশী হয়ে তৃণমূলে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। তাঁরা নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ, উঠান বৈঠক ও সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। সুলতান মাহমুদ বাবু — ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে তিনি এলাকায় সড়ক, সেতু, শিক্ষা, বিদ্যুৎ ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যমুনা নদী ভাঙন রোধে পাথর্শী ইউনিয়নে বাঁধ নির্মাণের উদ্যোগও তাঁর সময়ে শুরু হয়। বর্তমানে দলীয় প্রতিকূলতা সত্ত্বেও তিনি তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন। এএসএম আব্দুল হালিম — সাবেক উপজেলা বিএনপি...