৬৫ বছর বয়সি সঙ্গীতার ক্যারিয়ার শুরু হয় মাত্র ১৬ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে। ১৯৮০ সালে তিনি ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ খেতাব জেতেন এবং দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। সেই প্রতিযোগিতায় তিনি “সেরা ন্যাশনাল কস্টিউম” পুরস্কার পান, যার পোশাকটি ডিজাইন করেছিলেন তাঁর মা পুনম বিজলানি। পরবর্তীতে তিনি ১৯৮৮ সালে আদিত্য পাঞ্চোলির বিপরীতে কাতিল সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ত্রিদেব, হাতিয়ার, জুর্ম, যোদ্ধা, যুগন্ধর, ইজ্জত এবং লক্ষ্মণ রেখা–সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও সঙ্গীতা একসময় ছিলেন আলোচনায়—বিশেষত বলিউড তারকা সালমান খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। আশির দশকের শেষ দিকে মডেলিং জগতেই তাঁদের পরিচয়, যা পরবর্তীতে গভীর সম্পর্কে পরিণত হয়। এমনকি তাঁদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়েছিল...