এইচএসসিতে সিলেট শিক্ষাবোর্ডে এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫। গত পাঁচ বছরের মধ্যে এটাই সবচেয়ে খারাপ ফল। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে ৩৩ দশমিক ৫৩ শতাংশ। আর জিপিএ-৫ কমেছে ৫ হাজার ৯৬টি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেটে শিক্ষাবোর্ডের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন বোর্ডের চেযারম্যান প্রফেসর মো.আনোয়ার হোসেন চৌধুরী। বোর্ডে এবার ৬৯ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৫৮৭১ জন। পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। সেবার জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৬৯৮ জন। শিক্ষাবোর্ড কর্মকর্তারা বলছেন, দীর্ঘ পাঁচ বছর পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। তা ছাড়া ইংরেজিতে ৩৫ দশমিক ৪৭ শতাংশ শিক্ষার্থী ফেল করায় ফলাফলে বিপর্যয় হয়েছে। এ ছাড়া...