রাকসু নির্বাচনে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর জুবেরি ভবন ভোটকেন্দ্রে কিছু সময় ভেতরে সাংবাদিকদের প্রবেশে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এই কেন্দ্রে সৈয়দ আমির আলী হলের ১ হাজার ২৩৩ জন ও এসএম হলের ১ হাজার ৪০৯ জন ভোটার রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে একদল সাংবাদিক ভোটকেন্দ্রের ভেতরে যেতে চাইলে প্রথমে পুলিশ তাদেরকে বাধা দেন। সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের অনুমতিপত্র দেখানোর পরও আধা ঘণ্টা তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সকাল ১০টার দিকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুনুর রশীদ ভেতর থেকে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।আরও পড়ুনআরও পড়ুনআঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ ছাত্রদল ও ভোটারদের তিনি প্রথমে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি জানান। পরে সাংবাদিকরা একযোগে প্রতিবাদ করলে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সাংবাদিকরা পরে কেন্দ্রের ভেতরে...