ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রত্যাশার তুলনায় খারাপ হওয়ায় তা পর্যালোচনা করে কারণ খুঁজে বের করার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।শিক্ষা উপদেষ্টা বলেন, এবারের ফলাফল সবাইকে বিস্মিত করেছে। দীর্ঘদিন ধরে ভালো ফলাফলের পেছনে প্রকৃত শিক্ষাগত সংকট আড়াল হয়ে এসেছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই ফলাফলের দায় থেকে শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই মুক্ত নয়। ফলাফলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মঙ্গলের কথা চিন্তা করেই এবার তাদের প্রকৃত প্রাপ্য নম্বর দেওয়া হয়েছে।এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকার শিক্ষকদের শতাংশভিত্তিক বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এছাড়া সাত কলেজের বিষয়ে সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে আইনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।বাংলাদেশ...