যেখানে একের পর এক এআই কোম্পানি ও স্টার্টআপ নিজেদের এআই-সমৃদ্ধ ওয়েব ব্রাউজার তৈরি করছে, সেখানে মজিলা বেছে নিয়েছে ভিন্ন পথ। নতুন ব্রাউজার বানানোর বদলে ফায়ারফক্স ব্যবহারকারীদের এখন নিজস্ব ব্রাউজারেই এআই-চালিত সার্চ ইঞ্জিন বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে কোম্পানিটি। মঙ্গলবার মজিলা ঘোষণা করেছে, তাদের ব্রাউজারে এখন থেকে পারপ্লেক্সিটি এআই সার্চ ইঞ্জিন ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীরা চাইলে এআইয়ের সাহায্যে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ করতে পারবেন। আগে ফায়ারফক্সে এই ইন্টিগ্রেশনটি কেবল পরীক্ষামূলকভাবে চালু ছিল এবং সেটি ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির মতো কয়েকটি নির্দিষ্ট বাজারে সীমাবদ্ধ। তখনও সিদ্ধান্ত হয়নি, পারপ্লেক্সিটি স্থায়ীভাবে গুগল, বিং বা ডাকডাকগোর মতো সার্চ ইঞ্জিনগুলোর তালিকায় যুক্ত হবে কিনা। তবে ব্যবহারকারীদের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে এখন ফায়ারফক্স বিশ্বব্যাপী ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য পারপ্লেক্সিটি উন্মুক্ত করেছে। মোবাইল সংস্করণেও এই ফিচারটি আগামী কয়েক মাসের...