এই স্থানটি থেকে মানিকগঞ্জে সূচনা হয়েছিল ২০২৪ সালের একদফা জুলাই যুগপৎ আন্দোলন। ১৮ ফুট উচ্চতা ও ৬ ফুট ব্যাসের লোহার এই স্মৃতিস্তম্ভটির গায়ে খোদাই করে লেখা বৈষ্যমবিরোধী আন্দোলনের সময়ের অগ্নিঝরা স্লোগান: ‘জেগে উঠো বাংলাদেশ, জুলাই মানে জাগরণ, তোমার রক্ত বৃথা যাবে না’। আধুনিক সিএনসি কাটিং প্রযুক্তিতে তৈরি এসব অক্ষর যেন মনে করিয়ে দেয় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, জাতির সাহস আর আত্মত্যাগের প্রতিধ্বনির কথা।আরও পড়ুনআরও পড়ুনঅনলাইন জুয়ার ফাঁদে সর্বস্বান্ত হচ্ছেন গ্রামের মানুষ এই জুলাই স্মৃতিস্তম্ভ নিয়ে মন্তব্য করতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক জেলা আহবায়ক কলেজ ছাত্র ওমর ফারুক বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি জাতির প্রতিবাদের প্রতীক, সাহসের স্মারক ও নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর। ইতিহাসের নিদর্শন নয়, নতুন প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।’ মানিকগঞ্জ গণপূর্ত বিভাগের...