টাঙ্গাইল জেলার সবুজ ছায়াঘেরা মির্জাপুরে অবস্থিত মির্জাপুর ক্যাডেট কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনের এক উজ্জ্বল বাতিঘর। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে গৌরবময় সাফল্যের একের পর এক অধ্যায় রচনা করে আসছে। জানা গেছে, চলতি এইচ.এস.সি পরীক্ষার ৫৭তম ব্যাচের ৪৬ জন ক্যাডেটের ফলাফলে সেরা সাফল্য পেয়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ। ২০২৫ সালে এইচ.এস.সি পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন, মানবিক বিভাগ থেকে ৪ জন। গোল্ডেন জিপিএ পেয়েছে ২২ জন।আরও পড়ুনআরও পড়ুনএইচএসসিতে পাশ ও জিপিএ ৫ কম কেন, যা বললেন শিক্ষা উপদেষ্টা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল দশটায় ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকবৃন্দের এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাসজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ...