বৃহস্পতিবার এইচএসসি–২০২৫ ফলাফল প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাসভায় তিনি এ তথ্য জানান। সি. আর. আবরার বলেন, “শিক্ষকরা আমাদের শিক্ষাব্যবস্থার প্রাণ। শুরু থেকেই আমি তাদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে কাজ করছি। আমার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।” তিনি জানান, বর্তমানে শিক্ষক সংগঠনগুলো ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধিসহ আরও কিছু দাবি জানিয়েছে। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী আপাতত ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২ হাজার টাকা) নিয়ে আলোচনা চলছে। শিক্ষা উপদেষ্টা বলেন, “আমি বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে আগামী বছর আমরা আরও সম্মানজনক একটি কাঠামোতে যেতে পারব। সরকার...