ঢাকা: বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান, এবং এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীদের আধিপত্য রয়েছে। সারা দেশে মোট ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী এবং ৩২ হাজার ৫৩ জন ছাত্র। এটি ছাত্রীদের শিক্ষাগত সফলতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক ব্রিফিং করেন।তিনি জানান, দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। তুলনামূলকভাবে, ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা থেকে এবারের পাসের হার ১৮.৯৫ শতাংশ...