চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮০ জন শিক্ষার্থী ফেল করেছে। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীও কমেছে প্রায় অর্ধেক। বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, এ বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। আর গত বছর এই কলেজের পাশের হার ছিল ৯৯ দশমিক শূন্য ৬ শতাংশ। এই কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ২৫১৪ জন। যাদের মধ্যে পাশ করেছেন ২৪৩৪ জন পরীক্ষার্থী। অর্থাৎ, ফেল করেছেন ৮০ জন। ফলাফলে আরও দেখা যায়, ভিকারুননিসা থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ জন। গত বছর এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ ছিল ১ হাজার ৭৩৭ জন। এ বছর সকল বোর্ডের গড়...