ঢাকা: ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ পূর্ব নুসা তেঙ্গারায় অবস্থিত আগ্নেয় পর্বত লেওতোবি লাকি-লাকি হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে। গত মঙ্গলবার থেকে এর কার্যক্রম শুরু হলেও বুধবার থেকে লাভা উদ্গীরণ শুরু হয়। আগ্নেয়গিরিটি জেগে ওঠায় পার্শ্ববর্তী এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে হাজারের অধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্গীরিত ধোঁয়া ও ছাই প্রায় ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বাতাসে ছড়িয়ে পড়ছে। ফলে আশপাশের জনপদে বসবাসকারী মানুষজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। উদ্ধারকারী বাহিনী দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে বিপদাপন্নদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।লেওতোবি লাকি-লাকি-এর আশেপাশে না যেতে সাধারণ লোকজন এবং পর্যটকদের নির্দেশনা দিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের পূর্ব নুসা তেঙ্গারা শাখা।লেওতোবি লাকি-লাকি পর্বতটির উচ্চতা ৫ হাজার ১৯৭ ফুট। এটি জমজ পর্বত; অর্থাৎ লেওতোবি লাকি-লাকি’র পাশেই লেওতোবি পেরেমপুয়ান নামে একই উচ্চতার আরও একটি...