উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার বেড়েছে, সেই সঙ্গে কমেছে শতভাগ পরীক্ষার্থী পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ৩০২ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২০২টির কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর সব শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪৫টি। ২০২৪ সালে কেউ পাস করতে পারেনি- এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। সেই হিসাবে এবার শতভাগ অনুত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৩৭টি। পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২৪ সালে ছিল ১ হাজার ৩৮৮টি। তার মানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১০৪৩টি। শতভাগ শিক্ষার্থী ফেল করেছে- এমন কোনো প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডে নেই। শূন্য পাসের বিবেচনায় শীর্ষে রয়েছে দিনাজপুর বোর্ড, সেখানকার ৪৩টি প্রতিষ্ঠানের কেউই...