বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। বৃহস্পতিবার সকালে বোর্ডের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। বোর্ডে এ বছর পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী। পাসের হার কমার কারণ হিসেবে বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী বলেন, “অন্তর্বর্তী সরকার আসার পর শিক্ষা সংশ্লিষ্টদের একাধিকবার বৈঠক হয়েছে। ওই সকল বৈঠকে দেশের শিক্ষার প্রকৃত অবস্থা জানতে চাওয়া হয়েছে। সেখানে সব পাবলিক পরীক্ষা কঠোরভাবে নিতে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে করতে এবং খাতা সঠিকভাবে মুল্যায়নের নির্দেশনা দেওয়া হয়। “সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি অতি...