১৬ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম বরিশাল শিক্ষা বোর্ডের বিগত ২৫ বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্ন ৬২ দশমিক ৫৭ শতাংশ পাসের হারে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ছেলেদের পাসের হার মাত্র ৫২ দশমিক ৬০ শতাংশ। মানবিক বিভাগে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ হলেও ৭০ দশমিক ৬৭ শতাংশ মেয়ে এই বিভাগে উত্তীর্ণ হয়েছে। এবারও মেয়েদের গড় পাসের হার দিনরাত আড্ডাবাজ ছেলেদের তুলনায় অনেক বেশি—৭১ দশমিক ৪১ শতাংশ। এবারের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে ৩৪৯টি কলেজের মধ্যে মাত্র দুটি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে—এর একটি বরিশালে, অপরটি পটুয়াখালী জেলায়। এবারও বরিশাল ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ঐতিহ্য...