ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পুরাদিয়া বাজার সংলগ্ন কুমার নদ পেরিয়ে ভাংগা উপজেলার হামিদী ইউনিয়নের মুসকুন্নদী গ্রাম — এই দুই পাড়ের মানুষের জীবনযাত্রা প্রতিনিয়ত থমকে দাঁড়ায় একটি কথায়: “নৌকা ছাড়া যাওয়া যায় না।” এই অঞ্চলের একমাত্র ভরসা একটি ছোট নৌকা। কুমার নদ পারাপারে নেই কোনো ব্রিজ বা সাঁকো। ফলে প্রতিদিন হাজারো মানুষকে ভোগ করতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে ছাত্রছাত্রী, রোগী, কৃষক, বাজার করতে আসা সাধারণ মানুষ — সবার জীবন যেন এই নদীর হাতে বন্দি। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে সেই ছোট নৌকাটি চালানোও হয়ে পড়ে...