১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা একটি গতিশীল রাষ্ট্র গড়ার জন্য যথার্থ। একটি রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার, তা এই ৩১ দফায় আছে।বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।লায়ন ফারুক বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এ দেশের মানুষের দীর্ঘ লড়াই আর সীমাহীন ত্যাগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে তার সরকারের মতো অন্য কোনো সরকারের এমন পলায়ন বিরল। আওয়ামী লীগের এই পলায়ন তাদের কৃতকর্মকে জনতার সামনে অত্যন্ত খোলামেলাভাবে উপস্থাপন করেছে। একই সঙ্গে দ্ব্যর্থহীনভাবে...