মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে সামেলা বেগম (৬৮) নামে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামসিদ্ধ ইউনিয়নের গাদিঘাট মিত্তেরহাটি এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার বাড়িতে মারা যান তিনি।আরো পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যুবিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু স্থানীয়রা জানান, বাড়িতে সামেলা বেগম একাই ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত। তার পরিবারের সদস্যরা এক আত্মীয়ের দাফন কাজে বাইরে ছিলেন। হঠাৎ সালেমা বেগমের ঘরে আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত সামেলা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক...