পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত করার দাবিতে আগামী রবিবার (১৯ অক্টোবর) রাঙামাটিতে হরতাল ও বিক্ষোভের ডাক দিয়েছে সচেতন ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।আরো পড়ুন:বাগেরহাটে চলছে হরতাল, বাস চলাচল বন্ধবাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, “পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ৯ জন সদস্যের মধ্যে তিনজন সার্কেল চিফ, তিনজন জেলা পরিষদ চেয়ারম্যান ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানসহ সবাই পাহাড়ি। আমরা বৈষম্যমূলক এই কমিশন চাই না।” তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক আগামী রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন রাঙামাটি শহরের প্রতিটি মোড়ে দেশপ্রেমিক ছাত্র-জনতা অবস্থান নেবে। বৈঠক স্থান ঘেরাও এবং পৌর এলাকায় হরতাল পালন...