৮ বছর পর স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা। পরিচালনায় স্নেহাশীষ চক্রবর্তী।আসন্ন ধারাবাহিকের ট্যাগলাইন ‘হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মধ্যে বেতও তুলে নিতে হয় শিক্ষা দেওয়াতে’, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, সমাজ বদলের আরও এক আধুনিক গল্প বলতে চলেছে এই ধারাবাহিক। সূত্রের খবর এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। আসন্ন ধারাবাহিকের ট্যাগলাইন ‘হাতে শুধু বীণা ও পুস্তক নয়,...