চলতি বছরের এইচএসসি পরীক্ষায় গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাস করেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সকাল ১০টায় সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন।কুমিল্লা বোর্ডে এ বছর বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২৬ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৬ হাজার ২৫১ জন পাস করেছে, যা ৬২ দশমিক ৬৪ শতাংশ।মানবিক বিভাগে ৪৮ হাজার ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৫৯০ জন। পাসের হার ৪৪ দশমিক ০৮ শতাংশ।দিনাজপুর বোর্ডে এইচএসসির ফলাফলে ধসবিজনেস স্টাডিজে (ব্যবসায় শিক্ষা) অংশ নেয় ২৭ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী; এর মধ্যে ১১ হাজার ৮১৬ জন পাস করেছে, যা ৪৩ দশমিক ৯০ শতাংশ।কুমিল্লা বোর্ডে ২০২১ সালে পাসের হার...