২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন গ্রুপের ফলাফলে পাসের হারে পিছিয়ে ছেলেরা। এ বছর গ্রুপভিত্তিক পাসের হারে মেয়েদের পাস ৬১.৪৫ শতাংশ এবং ছেলেদের ৫২.১৭ শতাংশ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে। যেখানে ২০২৫ সালে ৪ লাখ ৮৯ হাজার ৮৭ জন ছাত্র অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ লাখ ২৮ হাজার ১০০, মানবিক থেকে ২ লাখ ৬২ হাজার ৫৮২ ও ব্যবসায় শিক্ষা থেকে অংশ নেন...