রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এই কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ২৫১৪ জন, পাশ করেছেন ২৪৩৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ জন। ফেল করেছেন ৮০ জন। গত বছর এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পান ১৭৩৭ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। এর আগে, গত বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পাশ করেন ২ হাজার ৫৩৫ জন। পাশের হার ছিল ৯৯ দশমিক শূন্য ৬ শতাংশ। এ বছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে...