জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত জরুরি, যাতে বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে কমিশনের মুখপাত্র রাভিনা সামদানি বলেন,“গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংঘটনে জড়িত হিসাবে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শিগগির যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ ও স্বচ্ছ ফৌজদারি বিচারকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।” প্রতিবেদন অনুযায়ী, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত বুধবার ট্রাইব্যুনাল আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতাবলম্বীদের গুম ও নির্যাতনের ঘটনায় দায়ী বলে অভিযোগ আনা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে শনিবার সেনাবাহিনীর সদর...