উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ ফাইভের দিক দিয়ে এবারও এগিয়ে মেয়েরা। বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা বোর্ডের হলরুমে ফল ঘোষণা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী। তিনি জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৪৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৯ হাজার ২৩৯ জন। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৯৯৪ জন এবং ছাত্রী ৩২ হাজার ৪৮৭ জন। এ বছর মোট কলেজের সংখ্যা ছিল ৩৪৯টি। মোট ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১২টি কলেজে কেউ পাস করেনি। বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল সন্তোষজনক। গত বছর পাসের হার বেশি থাকলেও এ...