রূপচর্চায় আমরা যতটা মুখ ও হাতের যত্ন নিই, পায়ের দিকে অতটা খেয়াল করি না। কিন্তু পায়ের যত্ন নেওয়াও জরুরি। যাঁরা প্রায়ই ঘরের বাইরে বেরোন, তাঁদের পায়ের যত্ন নেওয়া আরো দরকার। স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পা সুন্দর রাখতে আপনি বিভিন্ন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন। তাহলে জেনে নিন ঘরোয়া পদ্ধতিগুলো লেবুতে ভিটামিন সি রয়েছে, যা ত্বকের জন্য উপকারী। লেবু ব্যবহার করে আপনি পা পরিষ্কার ও সুন্দর করতে পারেন। একটি বাটিতে লেবুর রস বের করে নিন। এরপর তুলোর সাহায্যে পায়ের দাগগুলোতে লাগান। সপ্তাহে তিন দিন এ পদ্ধতি ব্যবহার করতে পারেন। ত্বককে হাইড্রেট রাখার জন্য শসা সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করা হয়। শসা ত্বককে উজ্জ্বল করে এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ দূর করে। প্রথমে শসা ছাড়িয়ে...