উখিয়ায় কৃষি জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব লম্বরি বিলের গ্রামের একটি ধানখেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।নিহত মোহাম্মদ আলম প্রকাশ বইল্লা বরো আলম (৪৫) একই এলাকার মৃত মশরফ আলীর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আলমের মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং ঘটনাস্থলের পাশে বেশ কয়েকটি লাঠি পাওয়া গেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি...