রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম'-এর সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবির ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল জীবন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তৃতীয় বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন আবির এবং একই সময়ে দ্বিতীয় বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন জীবন। ভোট দেওয়া শেষে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন বলেন, "দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে আমরা ভোট দিয়েছি। তবে আজকের ভোটের দিনেও একটি পক্ষ হলে হলে রান্নার আয়োজন করছে। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট ও ফলাফল চাই।" জিএস প্রার্থী নাফিউল জীবন বলেন, "কয়েকজন ভোটার অভিযোগ করেছেন যে ভোট দেওয়ার পর...