রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া নজরুল ইসলামকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রী তাসলিমা আক্তারকে নৃশংসভাবে হত্যার এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) কলাবাগান থানায় নিহত তাসলিমার পরিবার বাদী হয়ে মামলা দায়ের করে। এরপর কলাবাগান থানার পুলিশ বুধবার (১৫ অক্টোবর) রাতেই অভিযুক্ত স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, “মামলাটি রুজুর পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কলাবাগান থানা পুলিশ ভুক্তভোগীর স্বামী মো. নজরুল ইসলামের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বংশাল থানাধীন নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।” তিনি আরও বলেন, “পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক...