রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর। একইসঙ্গে জয়ের ব্যাপারেও আশাবাদী বলে জানান তিনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর)রাকসু নির্বাচনেভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন। শেখ নুর উদ্দিন আবীর বলেন, আলহামদুলিল্লাহ জীবনে প্রথম ভোট দিলাম। ভোটের সার্বিক পরিস্থিতি মোটামুটি সুষ্ঠু মনে হলো। প্রিসাইডিং অফিসার এজেন্ট সবার সঙ্গে কথা হলো। শুধু একটাঅসঙ্গতিপেলাম অমোচনীয় কালি উঠে যাচ্ছে। তারা আমাদের আশ্বস্ত করেছিলেন উঠবে না বাট উঠে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচন হবে। একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা করি কোন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ (কৌশলে কারচুপি) হবে না। খুব সুন্দর একটা পরিবেশে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। আবীর আরও বলেন, নির্বাচন কমিশনকে আহ্বান...